Saturday, August 22, 2020

Walton smart tv UI change or Voice search Software update

Share On Facebook ! Tweet This ! Share On Google Plus ! Pin It ! Share On Tumblr ! Share On Reddit ! Share On Linkedin ! Share On StumbleUpon !

 

Walton smart tv UI change or Voice search Software update

যুগের সাথে পাল্লা দিয়ে অন্য অন্য টেলিভিশন কোম্পানির মত  ভয়েস সার্চ টিভি নিয়ে এসেছে বাংলাদেশি ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন। প্রথম ভয়েচ সার্চ টিভিতে বাংলা ভয়েচ সার্চ যুক্ত করে বাজারে নিয়ে আসে ওয়াল্টন। যা আমাদের জন্য একটি গৌরবের বিষয়। ভয়েচ সার্চ টিভিতে বাংলার পাশা পাশি আরও থাকছে ইংলিশ এবং হিন্দিতে ভয়েচ সার্চ করার অপশন। এই টিভিতে থাকছে ভয়েচ সার্চ এর সাথে ভয়েচ কন্টোল অপশন। আপনি ইংলিশ এ যে কমান্ড দিবেন টিভি সেই অনুযায়ী কাজ করবে।



ওয়াল্টন  কোম্পানির ভয়েচ সার্চ টিভির রয়েছে ছোট বড় অনেক গুলো মডেল। তার মধ্যে একটি টিভির মডেল হল WE4-MX43V। আজ আমি এই টিভির সফটওয়ারে নিয়ে কিছু কথা বলব। WE4-MX43-SB100 এবং WE4-MX43V এই দুটি মডেল এর হার্ডওয়ার গত কোন ডিফারেঞ্চ নাই। রয়েছে শুধু Software গত Deference. একটি টিভিতে Voice search দেওয়া যায় আরেকটিতে দেওয়া যায় না। দামের ক্ষেত্রেও রয়েছে কিছু ভিন্নতা। তবে আজ আমি আপনাদের কিছু ট্রিক্স দেখাব সেই পথ অনুশরন করলে WE4-MX43-SB100 টিভিকে WE4-MX43V বা Voice search টিভিতে পরিনত করা যাবে। 

যা যা প্রয়োজন হবেঃ 
১. একটি পেন্ডেইভ।
২. কম্পিঊটার বা ল্যাপটপ।
৩. নেট কানেকশন। 


ভিডিও Description এ লিং দেওয়া থাকবে সেখান থেকে software টি Download করে Extract করতে হবে। এর পর Software টি Pen drive এর Root directory তে বা কোন প্রকার ফোল্ডার ছাড়া রাখতে হবে। এর পর Pendrive টি টিভিতে লাগাতে হবে এবং টিভির পাওয়ার অফ করে অন করতে হবে। যদি IR LED blink করতে থাকে তাহলে বুঝতে হবে software update নিতেছে। এই software update নিতে ৭-১০ মিনিট সময় লাগে। LED খুব দ্রুত blink করতে থাকলে বুঝতে হবে software update নেয়া সম্পন্ন হয়েছে। এর পর পাওয়ার অফ করে পেন্ড্রাইভ টি খুলে আবার রিমোট দিয়ে টিভি টিকে অন করতে হবে।   

UI টি Change হয়ে যাবে। এবার Setting> common> System Restore দিয়ে টিভি টি রিসেট দিতে হবে। আরও ভাল ভাবে বুঝার জন্য নিচে ভিডিও লিংক দেওয়া হল দেখে নিবেন। সমস্যা হলে জানাতে ভুলবেন না।

ভিডিও দেখে দেখে করতে পারেন


«
Next
This is the most recent post.
»
Previous
This is the last post.

No comments:

Post a Comment

Walton smart tv UI change or Voice search Software update

  Walton smart tv UI change or Voice search Software update যুগের সাথে পাল্লা দিয়ে অন্য অন্য টেলিভিশন কোম্পানির মত  ভয়েস সার্চ টিভি নি...

 
Copyright ©2016 Smart TechBD • All Rights Reserved.
Template Design by BTDesigner • Powered by Blogger